বরিশাল: বরিশালের হিজলা উপজেলার চরআবুপুর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় ৪টি ট্রলার ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর চরআবুপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সেখানে ৪/৫টি ট্রলারে ইলিশ শিকার করতে দেখে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়ায় মাছ ধরা ট্রলারগুলো জাল কেটে দিয়ে পালাতে শুরু করে।
এক সময় জেলেরা ট্রলারগুলো নদীর কিনারে নিয়ে গিয়ে ঠেকায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে গুলি ছোড়ে পুলিশ।
ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। জেলেরা পিছু হটলে ৪টি ট্রলার ও ট্রলারে থাকা প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
ওসি জানান, পরিস্থিতি অত্যন্ত উতপ্ত থাকায় কাউকে আটক করা যায়নি। এছাড়া জাল কেটে দেওয়ায় শিকার করা ইলিশও উদ্ধার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ