ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফেনসিডিল-ইয়াবা-গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
সিরাজগঞ্জে ফেনসিডিল-ইয়াবা-গাঁজাসহ আটক ৩ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।



আটক ব্যবসায়ীরা হলেন-শহরের মিরপুর দরগাড়াপাড়া মহল্লার ফজল শেখের ছেলে জুয়েল (৩০), মিরপুর রেলওয়ে কলোনির আব্দুল মালেকের ছেলে সবুজ শেখ (৩০) ও বনবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪৬)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মিরপুর কলোনিতে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সুবজ ও জুয়েলকে আটক করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে বনবাড়ীয়া ঠাকুরটেক এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে ২৫ বোতল ফেনসিডিল ও ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।