ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গার সাবেক এমপি মনসুর আলী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
চুয়াডাঙ্গার সাবেক এমপি মনসুর আলী আর নেই মিঞা মো. মনসুর আলী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলী (৮৫) আর নেই (ইন্না লিল্লাহে...... রাজেউন)।

শনিবার (৩ অক্টোবর) ভোর পৌনে ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।



রোববার বাদ জোহর জাতীয় সংসদ ভবন চত্বরে তার প্রথম নামাজে জানাজা এবং পরদিন বাদ জোহর ঢাকার গুলশান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন মরহুমের ছেলে ডিউক মনসুর।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমিসহ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

সাবেক এমপি মনসুর আলী আলমডাঙ্গার উপজেলার বড়গাংনীর জসিম উদ্দীনের ছেলে। ১৯৬৫ সালে  তিনি বর্তমান চুয়াডাঙ্গা-মেহেরপুর এবং ঝিনাইদহ জেলার একাংশ থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হয়ে কুষ্টিয়া-৭ আসন তথা চুয়াডাঙ্গা মহকুমার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ১৯৯১ সালে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।