চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে লতা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, দুপুরে লতা খাতুনের ঝুলন্ত লাশ তার শোবার ঘর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে লতা খাতুনের স্বামী মোহর আলী পলাতক।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি