সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মধ্যে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশন এ আম গাছের চারা বিতরণ করে।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা কেএম ওবায়দুল্লাহ আল মাসুদ, সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আব্দুর রহিম প্রমুখ। ৫৫ জন প্রতিবন্ধীর মধ্যে দু’টি করে আমের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/পিসি