ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শ্লীলতাহানীর চেষ্টায় একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ফরিদপুরে শ্লীলতাহানীর চেষ্টায় একজনের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় মো. আলী মোহনকে (৫৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়।


  
শুক্রবার (০২ অক্টোবর) দিবাগত রাতে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

দণ্ডপ্রাপ্ত মো. আলী মোহন উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং সাত সন্তানের জনক।

আদালত স‍ূত্রে জানা যায়, উপজেলার নওয়াপাড়া এলাকায় শুক্রবার বিকেলে মো. আলী মোহন বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে।

ওই ছাত্রীর বাবা এ ব্যাপারে সন্ধ্যায় মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ আলী মোহনকে আটক করে রাতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ইউএনও নিজ কার্যালয়ে আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার বাংলা নিউজকে বলেন, দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে আলী মোহনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।