ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে আইএস সদস্য সন্দেহে আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ঈশ্বরগঞ্জে আইএস সদস্য সন্দেহে আটক ৮

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আরও ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৩ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, শুক্রবার দিনগত গভীর রাতে তিনজন ও শনিবার দুপুরে ৫ জনকে আটক করা হয়েছে।  

তবে বিষয়টিতে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে পুলিশ।  

আটককৃতরা হলেন- উপজেলার আঠারবাড়ী উপজেলার আ. রশিদ, মিজানুর রহমান, পৌরসদরের দত্তপাড়ার হায়দার আলী (৩৮), নতুন বাজার সুপার মার্কেটের নাবিল টেলিকম থেকে বদিউল হাসান (২৪), হেলাল উদ্দিন (২০), জুনাঈদ (২৬), মাসুদ মিয়া (২২) ও মজিবুর রহমান (২০)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ীর সোহাগী স্কুল থেকে আইএস সদস্য সন্দেহে মোল্লা ফয়সাল নামে স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শীর্ষক একটি লিফলেটও জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেন, মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে বিকাশ এজেন্ট হায়দার আলীকে এবং কম্পিউটার কম্পোজ, ফটোকপির বিষয়ে নাবিল টেলিকমের মালিক বদিউল হাসানকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দু’টি কম্পিউটার, একটি ইন্টারনেট মডেম, একটি পেনড্রাইভ, দু’টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বাংলানিউজকে জানান, আটককৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার ময়মনসিংহে আইএস সন্দেহে একজনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।