নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নিজস্ব জায়গার উপর অবৈধ দখলদারদের বেশকিছু অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিমনার (ভূমি) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট চৌরাস্তার প্রধান সড়কের দুইপাশে সড়ক ও জনপদের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের নোয়াখালী নিবার্হী প্রকৌশলী জাহেদ হোসেন, উপ-বিভীগীয় প্রকৌশলী পিন্টু চাকমা, সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মী ও পুলিশ প্রশানের কর্মকতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/