ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

২২ মাদক ব্যবসায়ীর অনুতাপ ও আত্মসমর্পণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
২২ মাদক ব্যবসায়ীর অনুতাপ ও আত্মসমর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘অনুতাপ ও আত্মসমর্পণ’ অনুষ্ঠানের মাধ্যমে মাদক ব্যবসা না করার শপথ নিয়েছেন ২২ জন মাদক ব্যবসায়ী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঈশ্বরদীর মাজদিয়া গ্রামে চরধাপাড়ি সরকারি প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশে তারা এ শপথ নেন।



সমাবেশের শুরুতেই মাদক ব্যবসায়ীদের শপথবাক্য পাঠ করান ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, যারা আজ শপথ নিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিলেন, তারা যদি পুনরায় মাদক ব্যবসায় ফিরে যান।   আর পুলিশের হাতে গ্রেফতার হন, তবে তাদের সারাজীবন ধুঁকে ধুঁকে মরার ব্যবস্থা করা হবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার শেখ মো. আবু জাহিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক হাশেম আলী, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ-উল হক রানা প্রমুখ।

ব্যাতিক্রমী এই  অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি খায়রুল ইসলাম, নেহারুল, মক্তব আলী, জাহিদুল ইসলাম, মামুন, বাচ্চু সরদার, ফয়েজ আহমেদ, সোহেল রানা, নুরু মিয়া, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রাজু, ফাহিমা খাতুন, আলাউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, বাবর আলী, সামসুদ্দিনসহ ২২ মাদক ব্যবসায়ী শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।