ফরিদপুর: প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফফর আলী অকন্দের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সভার আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট।
প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফফর আলী অকন্দের বড় ভাই মোহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা গুলজার আহমেদ খান, নজরুল ইসলাম, প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে আকন্দ ফেরদৌস আনাম প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত মুক্তিযোদ্ধার স্মৃতির উদ্দেশে ফরিদপুর পৌরসভার একটি রাস্তার নামকরণের দাবি জানায়।
প্রসঙ্গত, ফরিদপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী অকন্দ ৬৬ বছর বয়সে গত ২০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আইএ