ঢাকা: বন্ধ গণমাধ্যম চালু, নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এলাহী নেওয়াজ খান সাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলামী কাগজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, সহ-সভাপতি মাহাফুজুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতা শেখ মেজবাউদ্দিন প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, অনেক হাউজে (গণমাধ্যম) এখনও অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়নি। সরকারের উচিত সব গণমাধ্যমে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে এবং তার বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসএস/এফবি/আরএম