মাগুরা: ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে শান্তি পদযাত্রা ও মানববন্ধনের মধ্য দিয়ে মাগুরায় অহিংস দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাগুরা শহরের প্রেসক্লাব এলাকা থেকে শান্তিপদযাত্রা বের হয়।
মানববন্ধন শেষে সাংবাদিক খান শরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুজন মাগুরার সভাপতি খান জিয়াউল হক প্রমুখ।
উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও অহিংস আন্দোলনের পুরোধা মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে সারাবিশ্বে পালন করা হয়। ২ অক্টোবর গান্ধির ১৬৪তম জন্মবার্ষিকী।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি