গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ হানিফ মিয়া (১৮) নামে এক তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
শনিবার (০৩ অক্টোবর) র্যাব-১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক হানিফ গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারবৈকা এলাকায় শুক্রবার রাতে হানিফকে আটক করা হয়।
এ সময় তার থেকে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, ৬টি ম্যাগজিন, দুইটি রাম দা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হানিফের সহযোগীরা পালিয়ে যায় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো যায়।
এ ব্যাপারে শনিবার জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ