বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় মানবাধিকার কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি সৈয়দজ্জামান মানিক, সহ-সভাপতি জেইউএল সবুর, হুমায়ন আলম চান্দু, সাজেদুর রহমান মোহন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক ছানাউল্লাহ, জাকিউল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী শাকিল, দফতর সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, নির্বাহী সদস্য মোকছেদ আলী, আব্দুস সামাদ, এসএম মারুফ হোসেন শ্যামল, আব্দুর রশিদ পাইকার, বেলাল আহম্মেদ, ছারোয়ার হোসেন রানা, ফজলুল করিম, আব্দুল মান্নান ও জামামল উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমবিএইচ/এসএস।