ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ৫০ শিক্ষার্থী পেলো নজরুল ইসলাম বৃত্তি

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কালিয়াকৈরে ৫০ শিক্ষার্থী পেলো নজরুল ইসলাম বৃত্তি

গাজীপুর: কালিয়াকৈর উপজেলা প্রগতিশীল ফোরামের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের এসএম নজরুল ইসলাম বৃত্তির টাকা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার কনফারেন্স হলরুমে বৃত্তির এ টাকা তুলে দেওয়া হয়।



প্রগতিশীল ফোরামের সভাপতি ডা. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. সানোয়ার হোসেন, ওয়ালটন কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএম সামছুল আলম, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষার্থী রত্না রহমান, মনির হোসেন প্রমুখ।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।