ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর স্ত্রী সাজেদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের পুরাণ বাজার চৌধুরী বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।



এরআগে বিকেল ৫টায় স্থানীয় নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান  অংশ নেন।

এরআগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের  আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত রোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।