ঢাকা: বাংলাদেশকে বিশ্বের দরবারে নেতিবাচকভাবে তুলে ধরতে একটি মহল বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের।
শনিবার (০৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গান্ধী দর্শনের নিরিখে মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বছরের শুরুর মতোই সাম্প্রতিককালে দেশে আবারও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, গত কয়েকদিন আগে ইতালির নাগরিক সিজারকে হত্যা করা হলো। এরপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা মানতে বললো। এরমধ্যে আজ রংপুরে হত্যা করা হয়েছে জাপানের এক নাগরিককে। এ কয়েকদিন একটা সংশয় থাকলেও আজ পুরোপুরি নিশ্চিত বাংলাদেশকে বিশ্বের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে এসব করা হচ্ছে।
এ সময় তিনি বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে নেতিবাচক ও বিদেশিদের জন্য অনিরাপদ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে সেই অপশক্তিই এ হত্যাকাণ্ড করছে।
মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৪৬তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল মূল বক্তব্য উপস্থাপন করেন। সুলতানা কামাল তার বক্তব্যে মহাত্মা গান্ধীর জীবনাচরণ, আন্দোলন-সংগ্রামের প্রেক্ষিতে মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ঝর্ণাধারা চৌধুরী। আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, এনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত পিয়ের মায়দান, ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এইচআর/আইএ