বগুড়া: সাহিত্য সংগঠন বগুড়া লেখকচক্র ২০১৫ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া লেখকচক্রের সভাপতি ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় আহমেদ স্বপন মাহমুদ, ছোটগল্পে নূরুননবী শান্ত, শিশু সাহিত্যে আসলাম সানী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় মনিরুল মনির (খড়িমাটি) ও সাংবাদিকতায় অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বীকৃতি পুরস্কার’ দিয়ে আসছে।
আগামী ১৬ অক্টোবর সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলনে’ সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা ও উদ্বোধন করবেন ছড়াকার আলম তালুকদার।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমবিএইচ/এসএস