ঢাকা: মার্কিন কংগ্রেসম্যান পিটার কিং বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অবিচল থাকবে।
শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডে তার কার্যালয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঙ্গে বৈঠকে পিটার কিং এ কথা বলেন।
তাদের দীর্ঘ আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক নানান গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। এসময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন সংবাদ মাধ্যমের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পিটার কিং-এর কাছে তুলে ধরেন।
ইউএস হাউজ অব রিপ্রেজেনটেটিভে টানা ১২তম মেয়াদে প্রতিনিধিত্বকারী পিটার কিং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স সাব কমিটির চেয়ারম্যান। তিনি এর আগে দুই দফায় মার্কিন কংগ্রেসের ফিন্যান্সিয়াল সার্ভিস কমিটি ও পার্মানেন্ট কমিটি অন ইন্টেলিজেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী মার্কিন অভিযাত্রার কংগ্রেস অংশের নেতৃত্ব দিচ্ছেন পিটার কিং। তিনি ২০১৬ এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন প্রভাবশালী সম্ভাব্য প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
জেডএম/