গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে ২০ লিটার চোলাই মদসহ মতিয়ার রহমান মতি (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক মতিয়ার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রমদি এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, শনিবার বিকেল ৩টার দিকে মতি টঙ্গী লেগুনা ষ্টেশনে দাড়িয়ে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএস