মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারের একটি রাইস মিলে বিদ্যুস্পৃষ্ট হয়ে শামসুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার(৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মারা যান তিনি।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাইস মিলের মালিক আব্দুল আজিজ বলেন, ৭/৮ বছর ধরে ওই ব্যক্তি মিলের কর্মচারী হিসেবে কাজ করছেন। শনিবার দুপুরে হঠাৎ করে মিলের অভ্যন্তরে ক্রটি দেখা দেওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। আমি তাকে বলি, মিন্ত্রি এসে সমস্যা সমাধান না করা পর্যন্ত যেন বিদুৎ লাইনে হাত না দেয়। কিন্তু নিজ উদ্যোগে ক্রুটি সারানোর চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সামসুলের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি