নীলফামারী: নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় নুর নবী (২৫) নামে উত্তরা ইপিজেডের মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশীতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আদুরী নামে অপর আরোহী আহত হন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুর নবী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবেরতল এবং আহত আদুরী টুপামারী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা উত্তরা ইপিজেডের চশমা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেনচুরার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইপিজেডে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইপিজেড মোড়ে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নুর নবী নিহত হন।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর