সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তম কুমার (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ধর্ষিত শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বাংলানিউজকে জানান, উপজেলার বেলতৈল গ্রামের স্কুল মাঠে শিশুটি শুক্রবার বিকেলে খেলছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে বেলতৈল বাজারের সেলুন কর্মচারী ও একই গ্রামের পচা মালীর ছেলে উত্তম কুমার শিশুটিকে ফুসলিয়ে স্কুলের পাশে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে উত্তম পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করেছে তারা বাবা।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/