মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে রিজিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নারানদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিজিয়া বেগম নারানদিয়া গ্রামের সাত্তার মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহতের স্বামী সাত্তার মিয়া বাংলানিউজকে জানান, বিকেল ৪টার দিকে ঝড়ের মধ্যে রিজিয়া বেগম নিজ ঘরের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমজেড