ঢাকা: রংপুরে জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) হত্যার তদন্ত দাবি করেছেন ঢাকায় নিযুক্ত মার্শিয়া ব্লুম বার্নিকাট। একই সঙ্গে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শনিবার (০৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মার্শিয়া বলেন, ‘রংপুরে জাপানি নাগরিক হোসে কোনিও হত্যার ঘটনায় আমি খুবই মর্মাহত। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের সমবেদনা জানাচ্ছি। ’
‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আবেদন জানাচ্ছি,’ বলেন তিনি।
এর আগে সকালে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসে কোনিও (৪৮)। তিনি ওই এলাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
জেপি/এমএ
** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** নাগরিকদের সতর্ক করলো জাপান