ঢাকা: যুক্তরাষ্ট্রের মূল ধারায় কম্পিউটার সফটওয়্যার ও প্রোগ্রামিং প্রশিক্ষণে খ্যাতনামা প্রতিষ্ঠান পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবুবকর হানিপের বাবা মোহাম্মদ আবুল হাশেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
রাজধানীর একটি হাসপাতালে শনিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবুবকর হানিপ তার বড় ছেলে।
আবুল হাশেমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চেওরা দক্ষিণপাড়া গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রেরও একজন নাগরিক ছিলেন।
শনিবার রাতে মরহুম আবুল হাশেমকে তার নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময় ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএমকে