ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কলেজশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কলেজশিক্ষক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শুশান্ত সরকার (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার(৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ-কদমতলা সড়কের শিববাড়ি গোয়ালপোতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



শুশান্ত সরকার শ্যামনগর উপজেলার আতরজান মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের নেপাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শুশান্ত সরকার বাইসাইকেলে শ্যামনগর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শিববাড়ি পৌঁছালে শ্যামনগরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সিংহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।