ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় নসিমন উল্টে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
চুয়াডাঙ্গায় নসিমন উল্টে চালকের মৃত্যু ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নসিমন উল্টে শুকলাল (৫০) নামে এর চালকের মৃত্যু হয়েছে।  
 
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আকুন্দবাড়িয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
 
পরে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
 
শুকলাল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের বাসিন্দা।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক তন্ময় জানান, শুকলাল ও তার একজন সহকারী নসিমনে করে লাউ বিক্রি করতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় যাচ্ছিলেন।

পথে আকুন্দবাড়িয়া বটতলায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
 
স্থানীয়রা শুকলালকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।