পাবনা: পাবনার আতাইকুলার দড়িশারদিয়া গ্রামে আরজিনা খাতুন(২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী হাবিবুল্লা।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-আলম বাংলানিউজকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী হাবিবুল্লা তার হাতে থাকা ধারালো অস্ত্র(বাটাল) দিয়ে আরজিনার পেটে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি