ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
আতাইকুলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

পাবনা: পাবনার আতাইকুলার দড়িশারদিয়া গ্রামে আরজিনা খাতুন(২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী হাবিবুল্লা।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-আলম বাংলানিউজকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী হাবিবুল্লা তার হাতে থাকা ধারালো অস্ত্র(বাটাল) দিয়ে আরজিনার পেটে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।