ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার আইএসের!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার আইএসের!

ঢাকা: রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে দেশের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমসহ টেলিভিশন মিডিয়ায়।

ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ঢাকা প্রতিনিধির বরাত দিয়ে ছাপা হওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয় টুইটারে বিবৃতি দিয়ে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস।

এছাড়া ভবিষ্যতে এ রকম হামলা আরও চালানোর হুমকিও ওই টুইটে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে ওই টুইটের উৎস কিংবা টুইটার অ্যাকাউন্টের কোনো বর্ণনা দেয়া হয়নি ওই প্রতিবেদনে।

উল্লেখ্য, শনিবার রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসে কোনিও (৪৮) নামে এক জাপানি নাগরিক। বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।   রংপুর শহরের জুম্মাপাড়া এলাকায় বসবাস করতেন ওই জাপানি নাগরিক। কাউনিয়া উপজেলার নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শনিবার সকালে ওই প্রজেক্ট দেখে ফেরার পথে কচুআলুটারি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরআই

** জাপানি নাগরিক হত্যার তদন্ত চায় যুক্তরাষ্ট্র
** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** নাগরিকদের সতর্ক করলো জাপান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।