ঢাকা: বাংলার একটি প্রাচীন পেশা কামার (সংস্কৃত কর্মকার)। যাদের কারবার লোহা নিয়ে।
এই যেমন, দা-বটি থেকে শুরু করে হরেক কিছুই তাদের হাতের ছোঁয়ায় তৈরি। হয়ে ওঠে পরিণতও। আগুনে পুড়িয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে রাজধানীর মাতুয়াইলের দশ থেকে পনেরটি ঘর নিয়ে গড়ে উঠেছে কামারপাড়া। এ এলাকায় দেখা যায় কামারদের কর্মচঞ্চল নিপুণ হাতে তৈরি হচ্ছে লোহার নাটবল্টু সঙ্গে আরও কত কী।
এখানকার কামারপট্টিতে লোহার নাটবল্টু তৈরিতে ব্যস্ত দুই কামার আবুল হোসেন ও কীত্তন বিশ্বাস। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত লোহা পুড়িয়ে-পিটিয়ে তারা তৈরি করেন দুইশ’ নাটবল্টু। এ কামাররা দিনান্তে পান চার থেকে পাঁচশ’ টাকা। কোনো দিন তাও নয়। উৎপাদন কম হলে সেদিন রোজগারও কম। এর মধ্যেই চালিয়ে নিতে হয় সংসার। এটাই তাদের জীবন।
কামারদের তৈরির মধ্যে রয়েছে- দা, কোদাল, কুড়াল, শাবল, বটি, পেরেক, ছুরি, চিমটি, হাতা ইত্যাদি। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে আছে- লাঙলের ফলা, কাস্তে, নিড়ানি, বেদে কাটি ও খুন্তি।
প্রতিবছর কোরবানি ঈদের মাসটি কামারদের ব্যবসার মৌসুম। তবে একটা সময় ছিল যখন সারা বছরই ব্যবসা ছিল জমজমাট। আধুনিক প্রযুক্তি আর শ্রম বঞ্চনায় দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী এ পেশা।
লোহায়-লোহায় জোড়া লাগানোর যন্ত্রাংশ প্রস্তুতকারী এ কামারদের স্বপ্ন জোড়া লাগে না এতোটুকু! তবুও থেমে নেই এ শিল্পের মানুষগুলো। কারণ তাদের হাতেই যে লোহাও বশ মানে!
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচআর/আইএ