ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে বিদেশি রিভলবার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আটোয়ারীতে বিদেশি রিভলবার উদ্ধার

পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১টি বিদেশি রিভলবার (ইউএসএ)  উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।



শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার আটোয়ারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের রাস্তা থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের সময় আটোয়ারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের রাস্তা থেকে কাগজে মোড়ানো অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।