শরীয়তপুর: ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৫ অক্টোবর) জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, এনডিসি কে এম ইয়াসির আরাফাত, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আলী নূর, গণপূর্ত বিভাগের কর্মচারী ও শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
টিআই।