ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নড়াইলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি

নড়াইল: দুইজন বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনায় সারাদেশের মতো নড়াইলেও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। ইতোমধ্যে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।



নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার (৫ অক্টোবর) পুলিশি নিরাপত্তায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প পরিদর্শন করতে দেখা যায়  চার জন বিদেশি নাগরিককে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, তার নেতৃত্বে একদল পুলিশ দুটি গাড়িতে করে সার্বক্ষণিকভাবে ওই চার বিদেশিকে নিরাপত্তা দেয়।
   
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।