নাটোর: নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। এরা হলেন-সুমন হোসেন ও নোমান হোসেন।
সোমবার (৫ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক দুই সহোদর বামনডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বসতঘরে তল্লাশি চালিয়ে কয়েকটি প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রুহুল আমিনের দুই ছেলে সুমন হোসেন ও নোমান হোসেনকে আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে নাটোর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ ধারামতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ