ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সাতটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
যে সব ফার্মেসিকে জরিমানা করা হয় সেগুলো হলো-উপজেলার আইজুদ্দিন মোড়ের জননী ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, কামাল ফার্মেসি পাঁচ হাজার, জনতা ড্রাগ হাউজ পাঁচ হাজার, সেবা ফার্মেসি তিন হাজার, মুক্তি ফার্মেসি চার হাজার, ইসলামীয়া ফার্মেসি পাঁচশ’ ও কোহিনুর ফার্মেসিকে পাঁচশ’ টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় ও সনদ না থাকার কারণে তথ্য অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারার ড্রাগ এ্যাক্ট অনুযায়ী সাতটি ফার্মেসিকে এই জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ