মেহেরপুর: মেহেরপুরে গাংনী উপজেলায় ১৪ বোতল ফেনসিডিলসহ মিসরাইল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের সহড়াতলা ক্যাম্পের একটি দল তাকে আটক করে।
আটক মিসরাইল হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মসলেম আলীর ছেলে।
বিজিবির সহড়াতলা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ফিরোজ মোল্লা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ফেনসিডিল নিয়ে চোরাচালানকারী মিসরাইল সহড়াতলা মোল্লাপাড়া এলাকায় ঈদগাহ মাঠ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
গাংনী থানায় মাদক আইন মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর