ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কালীগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সহযোগিতায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার দেড় মাস পর সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানী গ্রাম থেকে পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করেন।

তারা হলেন, উপজেলার বাহাদুরসাদীর দক্ষিণবাগ গ্রামের শামসু উদ্দিনের ছেলে নজরুল (৩০) ও মিনু মিয়ার ছেলে আরিফ (২৫)।

ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। এখনও পলাতক দুইজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।