গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সহযোগিতায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার দেড় মাস পর সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানী গ্রাম থেকে পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করেন।
ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। এখনও পলাতক দুইজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ