বেনাপোল (যশোর): নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে যশোরের বেনাপোল পৌর এলাকার দু'টি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম এসব আদেশ দেন।
হোটেলগুলো হলো- বেনাপোল বাজারে নূরে রাজ ও বিসমিল্লাহ হোটেল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শার্শার ইউএনও আব্দুস সালাম পৌর স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় বেনাপোল বাজারের বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে দু'টি হোটেলকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড