ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে চেয়ার বর্জন ও কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
সোমবার (৫ অক্টোবর) দিনগত রাতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে পহেলা অক্টোবর থেকে ৫ দফা দাবিতে চেয়ার বর্জন ও ৩ থেকে ৫ অক্টোবর সকাল ৯ থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন প্রধান শিক্ষকরা।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন, ১০ম গ্রেডে বেতন কাঠামো, সেলফ ড্রয়িং কর্মকর্তার ক্ষমতা প্রদান, নতুন নিয়োগবিধি অনুযায়ী শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল।
রিয়াজ পারভেজ আরও বলেন, সকালে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী তাদের দাবিগুলো বিবেচনা করা হবে এমন আশ্বাস দিলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরইউ/এটি