নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে হবিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছেন।
সেমবার (০৫ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার বনমালীকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হবিবর রহমান রানীনগর উপজেলার বনমালীকুড়ি গ্রামের লোকমান আলীর ছেলে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সড়কে যাতায়াতের সময় স্থানীয় এক ট্রাক ড্রাইভারের সঙ্গে অটোরিকশা চালকের হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে পরবর্তীতে দুই পক্ষের লোক জনের মধ্যে সংঘর্ষ হলে হবিবর রহমানসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে হবিবর রহমান মারা যান।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মোমিন (২৭) ও মাজহারুল (৩০) নামে স্থানীয় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল লতিফ।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এটি