আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল গ্রামে বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (০৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে গ্রামবাসীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে ওই গ্রামের তুরাব আলীর বাড়িতে আগুন লাগলে ফ্রিজ, টেলিভিশনসহ প্রায় ৩ লাখ টাকার আসবাবপত্র পুড়ে যায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এটি