গাজীপুর: ডেকে পাঠানোর পরেও না যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক গৃহবধূকে চুল ধরে টেনে মাঠে নিয়ে প্রকাশ্যে নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মো. জালাল উদ্দিন।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জালাল উদ্দিন ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, ওই গৃহবধূর সঙ্গে তার ভাইয়ের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য তার ভাই সোমবার সকালে এলাকার স্থানীয় মাতব্বর জালাল উদ্দিনের কাছে গেলে তিনি ওই গৃহবধূকে ডেকে পাঠান।
ডাকার পরেও না যাওয়ায় দুপুরে জালাল উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে এসে চুলে ধরে টেনে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মাতব্বর চলে যান।
পরে এলাকাবাসী ওই গৃহবধূকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার ছেলে বাংলানিউজকে জানান, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় জালাল উদ্দিন এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে জানতে চাইলে গৃহবধূকে নির্যাতন করার কথা বাংলানিউজের কাছে স্বীকার করেন জালাল উদ্দিন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনায় সোমবার সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এটি