গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেডএস