বান্দরবান: বান্দরবানের আলীকদমে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলামকে (৩৫) মুক্তি দিয়েছে অস্ত্রধারীরা।
সোমবার (৫ অক্টোবর) রাতের কোনো এক সময় তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, হাত ও চোখ বাঁধা অবস্থায় একটি নির্জন এলাকায় তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে চকরিয়ার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে, অপহৃত দুই ব্যবসায়ীর স্বজনদের দাবি, অস্ত্রধারীরা তাদের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু নাহা বাংলানিউজকে বলেন, অস্ত্রধারীদের ধরতে ওই এলাকায় সেনা অভিযান অব্যাহত রয়েছে। তবে, অস্ত্রধারীদের মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই।
গত ৪ অক্টোবর আলীকদম উপজেলার ৪ নং কুরুপ পাতা ইউনিয়নের কচ্ছপিয়ার মুখ এলাকা থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমজেড