ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জের বিনোদপুর গণহত্যা দিবস মঙ্গলবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
শিবগঞ্জের বিনোদপুর গণহত্যা দিবস মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয়রা।

 
 
১৯৭১ সালের এই দিনে রাজাকার-আলবদরদের সহায়তায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চানশিকারী, লছমনপুর ও এরাদত বিশ্বাসের টোলা গ্রামের বিভিন্ন বাড়ি, খেত থেকে ৩৯ জন নিরীহ মানুষকে ধরে বিনোদপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পে নিয়ে আসে পাকিস্তানি সেনারা। বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে তাদের গুলি করে হত্যা করে মাঠের দক্ষিণ পাশে মাটিতে পুঁতে রাখে তারা।  
 
৩৯ শহীদদের একজন হলেন আরিফুর। তার ভাই আব্দুর রকিবের উদ্যোগে আরিফুর ফাউন্ডেশন তৈরি করে প্রতিবছর ৬ অক্টোবর বিনোদপুরে গণহত্যা দিবস পালন করা হয়। এ দিনটির স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
 
১৯৭২ সালে এ স্থানে ৩৯ শহীদের স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা হয়। আদিনা ফজলুল হক কলেজের সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন ও বিনোদপুর কলেজের অধ্যক্ষ রুহুল অমিনের বড় ভাই মৃত আব্দুল খালেক চুটুর নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় শহীদ মিনারটি স্থাপন করা হয়। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে শহীদ মিনারটি। এটি সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা।
 
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।