ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মেহেরপুরে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের একটি মাঠ থেকে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, দু’টি আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির গান পাউডারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ডাকাতির জন্য প্রস্তুতি সভায় হানা দিলে এগুলো ফেলে ডাকাতরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।



তিনি জানান, আশরাফপুর গ্রামের অদূরবর্তী বাদল বিশ্বাসের ইটভাটার পাশে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটারগান, বোমার তৈরিতে ব্যবহৃত আধা কেজি গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম জালের কাঠি, কৌটা ও টেপসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।