ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
শ্যামনগরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।  
 
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
 
ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান লিমন জানান, বাজারের রঞ্জিত ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী খালিদ স্টোর, জননী টেইলার্স ও তাপস ইলেকট্রনিক্সে ছড়িয়ে পড়ে।  
 
খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই ওই চার দোকানের সব মালামাল পুড়ে যায় বলে জানান লিমন।
 
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।