সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান লিমন জানান, বাজারের রঞ্জিত ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী খালিদ স্টোর, জননী টেইলার্স ও তাপস ইলেকট্রনিক্সে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই ওই চার দোকানের সব মালামাল পুড়ে যায় বলে জানান লিমন।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমজেড