ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রূপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে হারুন মিয়া, ইমান আলী, কাউসার মিয়া, আম্বর মিয়া, ইদ্রিস মিয়া, আমেনা বেগম ও সালেহা খাতুনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ভুলতাগামী গ্লোরি পরিবহনের যাত্রীবাহী বাসটি উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকায় পৌঁছে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় বাসে থাকা নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।