ঈশ্বরদী: ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুত সরকারকে তার বাসায় ঢুকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় ওবায়দুল ইসলাম (২৮) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তাকে আওতাপাড়ায় তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে বলেন, ওবায়দুল শিবিরের রাজনীতিতে সক্রিয়।
এর আগে সোমবার রাতেই লুত সরকার বাদী হয়ে তিনজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সোমবারের ঘটনার পর পুলিশ সেখান থেকে একটি মোটরসাইকেল, দুর্বৃত্তদের ফেলে যাওয়া স্যান্ডেল ও ছুরির কভার আলামত হিসেবে জব্দ করে।
এ ঘটনায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পুলিশকে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন টিমের ইন্সপেক্টর এনামের নেতৃত্বে একটি তদন্ত দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
মঙ্গলবার সকালে ধর্মযাজক ফাদার লুত সরকারের বিমানবন্দর রোডের বাসায় গিয়ে সেখানে এক ধরনের নীরবতা দেখা যায়।
লুত সরকার, তার স্ত্রী ও সন্তানরা বাংলানিউজকে জানান, চরম উৎকণ্ঠায় সারারাত বাসার কেউ ঘুমাতে পারেননি। সকালে উৎসুক জনতা এসেছে খোঁজখবর নিতে।
আহত লুত সরকার বলেন, সবসময় একটা অজানা আশঙ্কায় ভুগছি।
পাবনা-র্যাব ১২ এর একটি দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ/জেডএম